জম্মুতে পাকিস্তানের হামলায় ধর্মশালার আইপিএল ম্যাচ বন্ধের ঘোষণা

৮ ই মে ২০২৫ জম্মুতে পাকিস্তানের হামলায় ধর্মশালার আইপিএল ম্যাচ বন্ধের ঘোষণা করে ক্রিকইনফো ক্রিকেট বিষয়ক নিউজ ওয়েবসাইট। আইপিএল ম্যাচ এর লাইট আপডেট এ দর্শককে নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে বলে ক্রিকইনফো। 



জম্মুতে পাকিস্তানের হামলায় ধর্মশালার আইপিএল ম্যাচ বন্ধের ঘোষণা



জম্মুতে পাকিস্তানের হামলায় ধর্মশালার আইপিএল ম্যাচ বন্ধের ঘোষণা

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) হল ভারতের একটি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। প্রতিবছর ভারতের কয়েকটি নির্দিষ্ট শহর এবং রাজ্যের প্রতিনিধিত্ব দলের মধ্যে এপ্রিল ও মে মাসে আইপিএল খেলার আয়োজন করা হয়।এ বছরও তার ব্যতিক্রম হয়নি। নির্দিষ্ট সময়ে ভারতের মাঠে শুরু হয় আইপিএল ক্রিকেট ম্যাচ।


৮ ই মে ২০২৫ আইপিএল ম্যাচ খেলতে ধর্মশালার মাঠে নামে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। ধর্মশালার মাঠে বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হয়। আইপিএল ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করে ফ্ল্যাডলাইটের একটি টাওয়ারের তিনটি লাইট নিভে যায়।এরপর বাকি ফ্ল্যাডলাইট গুলোও এক এক করে নিভে যায়।


এতে দশমহলে দর্শক মহলে ধোঁয়াশা ও আতঙ্কের সৃষ্টি হয়। এমন সময় আইপিএল ম্যাচ আপডেট প্রচারকারী ওয়েবসাইট ক্রিকেইনফো ম্যাচ বন্ধের ঘোষণা জানায় এবং দর্শকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে মাঠ ছেড়ে যেতে বলা হয়।


এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমের বরাতে বিভিন্ন সূত্রে খবর আসে যে, জম্মুসহ কাশ্মীর সীমান্তবর্তী কয়েকটি জায়গায় রাত ৯ টার কিছুক্ষন পূর্বে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। এই জন্য স্টেডিয়ামের সব ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। 


ধর্মশালার মাঠে আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে টসে জিতে ব্যাটিং করেন পাঞ্জাব কিংস। এ সময় ১০ ওভার ১ বলে ১২২ রান করে পাঞ্জাব কিংস এবং তুলে নেয় একটি উইকেট প্রিয়াংশ আর্যকে। প্রিয়াংশ ৩৪ বলে ৭০ রান (৫ টি ৪ ও ৬টি ৬) করে প্যাভিলিয়নের পথ ধরেন। 



জম্মুতে পাকিস্তানের হামলায় ধর্মশালার আইপিএল ম্যাচ বন্ধের ঘোষণা



আগামী ১১ ই মে ধর্মশালার মাঠে আরও একটি আইপিএল ম্যাচ খেলার কথা ছিল।  কিন্তু এ হামলার কারণে সেটাকে সরিয়ে আহমেদাবাদ নেওয়া হয়। 


অন্যদিকে ভারতের ড্রন হামলার কারণে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত পিএসএল এর পেশোয়ার - করাচি ম্যাচ স্থাপিত করে দেওয়া হয়। এই ম্যাচটি পুনরায় কবে নাগাদ হতে পারে তা এখনো নিশ্চিত হয়নি। 

Post a Comment

0 Comments