রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির তালিকা - ১৯৫৩ সালের ৬ই জুলাই বাংলাদেশের উত্তরবঙ্গে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৫৩ সালের ৬ই জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বা উপাচার্য নিয়োগ করা হয়।
আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে ১৯৫৩ সাল হতে বর্তমান (২০২৫ সাল পর্যন্ত) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির তালিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে এ সকল তথ্য নিয়ে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির তালিকা
বাংলাদেশের উত্তরবঙ্গে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ভিসি বা উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ইতরাত হোসেন জুবেরী। ১৯৫৩ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্য হিসেবে ২৪ জন বিশিষ্ট শিক্ষাবিদ দায়িত্ব পালন করেছেন।
ভারপ্রাপ্ত ভিসি বা উপাচার্য হিসেবে তিনজন বিশিষ্ট শিক্ষাবিদ দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত তিনজন ভিসি সহ সর্বমোট ২৭ জন ভিসি বা উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত হন।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ভিসি বা উপাচার্য হিসেবে নিযুক্ত আছেন সালেহ হাসান নকীব। তিনি ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর নিয়োগ পান। এরপর থেকে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন।
১৯৫৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকে প্রতিষ্ঠাতা উপাচার্য / ভিসি অর্থাৎ প্রথম ভিসি হতে ভারপ্রাপ্ত ভিসিসহ বর্তমান ২০২৫ সাল পর্যন্ত মোট ২৭ জন বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য / ভিসির দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা নিচে দেওয়া হয়েছে—
প্রতিষ্ঠাতা উপাচার্য বা প্রথম উপাচার্য/ভিসি — রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বা প্রথম উপাচার্য/ভিসি ছিলেন প্রফেসর ইতরাত হোসেন জুবেরী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকালে ১৯৫৩ সালের ৬ জুলাই নিয়োগপ্রাপ্ত হন।তিনি ১৯৫৩ সালের ৬ জুলাই হতে ১৯৫৭ সালের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি / উপাচার্যের দায়িত্ব পালন করেছেন।
সপ্তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভিসি হিসেবে নিয়োগ পান ডঃ মাজহারুল ইসলাম। তিনি 1974 সালের চারি আগস্ট হতে ১৯৭৫ সালের ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত ভিসির দায়িত্বে ছিলেন।
অষ্টম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম ভিসি হিসেবে সৈয়দ আলী হাসান নিযুক্ত হন। তিনি 1975 সালের 27 সেপ্টেম্বর হতে ১৯৭৭ সালের ২২ শে জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
নবম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম ভিসি হিসেবে ড. মুহাম্মদ আব্দুল বারী নিযুক্ত হন। তিনি ১৯৭৭ সালের ৭ ই জুলাই হতে 1981 সালের 17 ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নিযুক্ত ছিলেন।
দশম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম ভিসি হিসেবে নিযুক্ত হন ডক্টর মকবুলার রহমান সরকার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন 1981 সালের 26 শে ফেব্রুয়ারি হতে ১৯৮২ সালের ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
১১ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ তম ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোসলেম হুদা। তিনি ১৯৮২ সালের ২২ শে ফেব্রুয়ারি হতে ১৯৮২ সালের ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত স্বল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন।
১২তম ভিসি— ড. মুহম্মদ আব্দুর রকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২তম ভিসি হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৮২ সালের ৪ই অক্টোবর হতে 1988 সালের ১৯শে মার্চ পর্যন্ত দায়িত্বে কর্মরত ছিলেন।
১৩ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ভিসি হিসেবে ছিলেন ড. আমানুল্লাহ আহমদ। তিনি ১৯৮৮ সালের ২০শে মার্চ হতে ১৯৯২ সালের ২২ শে জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্য ছিলেন।
১৪তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৪তম ভিসি হিসেবে ড. এম আনিসুর রহমান নিয়োগ পান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্যের দায়িত্বে ছিলেন ১৯৯২ সালের ২২ শে জুলাই হতে ১৯৯৪ সালের ২২ শে আগস্ট পর্যন্ত।
১৫ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভিসি হিসেবে ড.মু. ইউসুফ আলী নিযুক্ত ছিলেন। তিনি 1994 সালের ২২ শে আগস্ট হতে ১৯৯৭ সালের ১৬ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব কর্মরত ছিলেন।
১৬তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬তম ভিসি হিসেবে ড. আব্দুল খালেক ১৯৯৭ সালের ১৭ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত হন। তিনি 1999 সালের ৩ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কর্মরত ছিলেন।
১৭তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭তম ভিসি হিসেবে ১৯৯৯ সালের ৪ই আগস্ট ড. এম সাইদুর রহমান খান নিয়োগ পান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন ২০০১ সালের ১৩ ই নভেম্বর পর্যন্ত।
১৮তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮ তম ভিসি হিসেবে ড. ফাইসুল ইসলাম ফারুকী ২০০১ সালের ১৩ ই নভেম্বর নিয়োগ পান। তিনি ২০০১ সালের ১৩ই নভেম্বর হতে ২০০৫ সালের ৫ই জুন পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।
১৯তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯ তম ভিসি হিসেবে ড. মোঃ আলতাব হোসেন নিয়োগ হন। তিনি ২৫ সালের ৫ই জুন হতে ২০০৮ সালের ১৫ই মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে কর্মরত ছিলেন।
(প্রথম) ভারপ্রাপ্ত ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (প্রথম) ভারপ্রাপ্ত ভিসি হিসেবে ড. মামনুনুল কেরামত ২০০৮ সালের ১৬ই মে হতে ২০০৯ সালের ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন।
২০ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০ তম ভিসি হিসেবে ড. এম আবদুস সোবহান ২০০৯ সালের ২৬ শে ফেব্রুয়ারি হতে ২০১৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কাজ করেন।
২১তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২১তম ভিসি হিসেবে নিয়োগ পান ডঃ মুহাম্মদ মিজান উদ্দিন। তিনি 2013 সালের 19 শে মার্চ হতে ২০১৭ সালের ২০ শে মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন।
২২ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২ তম ভিসি হিসেবে ডঃ এম আব্দুস সোবহান ২০১৭ সালের ৭ই মে হতে ২০২১ সালের ৬ই মে পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারপ্রাপ্ত ভিসি হিসেবে আনন্দ কুমার সাহা 2021 সালের 6 মে হতে ২০২১ সালের ১৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভারপ্রাপ্ত ভিসি হিসেবে অধ্যাপক সুলতান উল ইসলাম ২০২১ সালে ১৮ জুলাই হতে ২০২১ সালের ২৮ শে আগস্ট পর্যন্ত দায়িত্বে ছিলেন।
২৩ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৩ তম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু । তিনি ২০২১ সালের ২৯ শে আগস্ট হতে ২০২৪ সালের ৮ ই আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এর দায়িত্বে কর্মরত ছিলেন।
২৪ তম ভিসি— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪ তম ভিসি হিসেবে সালেহ হাসান নকীব নিয়োগ পান। তিনি ২০২৪ সালের ৫সেপ্টেম্বর হতে বর্তমান ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসির দায়িত্বে কর্মরত রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হলেন প্রফেসর ইতরাত হোসেন জুবেরী। ১৯৫৩ সালের ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রফেসর ইতরাত হোসেন জুবেরী কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বা উপচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রফেসর ইতরাত হোসেন জুবেরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং প্রথম উপাচার্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। তিনি ১৯৫৩ সালের ৬ জুলাই থেকে ১৯৫৭ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্যের দায়িত্বে কর্মরত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি কে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি হলেন সালেহ হাসান নকীব। তিনি ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর ২৪ তম ভিসি বা উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।
ভিসি সালেহ হাসান নকীব ৫ ই সেপ্টেম্বর ২০২৪ হতে বর্তমান ২০২৫ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন।তিনি একজন গবেষক ও অধ্যাপক। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
আজকের আর্টিকেলটি পড়ে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির তালিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিদের নাম ও মেয়াদকাল জানতে পেরেছেন। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন।
0 Comments