আর এফ এল গিজার এর দাম কত ২০২৫

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ সে তথ্য নিয়ে আজকে আর্টিকেলটি সাজানো হয়েছে। কেননা, তীব্র শীতে সবকিছুতেই গরম পানি ছাড়া যেন চলে না। আর বারবার পানি গরম করা একটি ঝামেলার বিষয়। 


তাই ঝামেলা মুক্ত পানি গরম করতে অনেকেই গিজারের প্রতি আগ্রহী হয়।আপনারা যারা আর এফ এল গিজার কেনার জন্য গুগলে আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ সার্চ করছেন আজকে আর্টিকেলটি তাদের জন্য।


আজকে আর্টিকেলটি আর এফ এল গিজার এর দাম কত ২০২৫, আর এফ এল গিজার এর দাম ৪৫ লিটার, আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার, আর এফ এল গিজার এর দাম ২০ লিটার,  আর এফ এল গিজার এর দাম ৫০ লিটার এবং আর এফ এল গিজার এর দাম ৬৭ লিটার এর দাম কত সে সকল বিষয়ে তথ্য নিয়ে সাজানো হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫

শীতের সময় পানি গরম করার ঝামেলা থেকে মুক্তি পেতে বাসা বাড়িতে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হল গিজার। গিজারের সুবিধা হল যে এতে এ স্মার্ট এলার্ট সিস্টেম রয়েছে যা পানি ব্যবহারের জন্য নরমাল টেম্পারেচারে গরম রাখে।তাই শীতে গরম পানির অসুবিধার কথা মাথায় রেখে আজকে আর্টিকেল আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ নিয়ে সাজানো হয়েছে।


গিজারের পানি গরম করা যেমন সহজ তেমনি খাওয়াও গোসলের পানি ব্যবহারেও বেশ সুবিধা রয়েছে। কারণ গিজার পানিকে এমনভাবে গরম করে যা বেশি গরমও না আবার বেশি ঠান্ডা না অর্থাৎ সাধারণ ব্যবহারযোগ্য গরম পানি গিজার ব্যবহারের ফলে পাওয়া যায়। 


পানি গরমের জন্য গিজার সহজ হওয়ায় বাসা বাড়িগুলোতে শীতের সময় গিজারের ব্যবহার ও চাহিদা বেশি দেখা যায়। তাই আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ সে বিষয়ে তথ্য নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে।


এই শীতে আপনারা যারা গিজার কিনতে চাচ্ছেন তার জন্য গিজারের দাম জানার জন্য গুগলের সার্চ করছেন আজকে আর্টিকেলটি আপনার জন্য। গিজার কেনার আগে কিছু তথ্য আপনাদের জেনে নেওয়া উচিত। 


তা হল- গিজার মূলত লিটার হিসেবে দাম নির্ধারিত হয়। আপনি চাইলে আপনার বাজেট অনুযায়ী লিটার ভেদে পছন্দমত গিজার নিতে পারেন। আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ এর তালিকা নিচে দেওয়া হয়েছে।


লিটার ভেদে আর এফ এল গিজার এর দাম ৮১০০ টাকা থেকে শুরু করে ১৪৭৫০ টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আর এফ এল গিজার এর দাম  ২০২৫ -এ আর এফ এল গিজার এর মূল দামের উপর নির্ধারিত বিভিন্ন মূল্যের ডিসকাউন্ট ও রয়েছে।


নিম্নে আর এফ এল গিজার এর দাম কত ২০২৫, আর এফ এল গিজার এর দাম ৪৫ লিটার, আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার, আর এফ এল গিজার এর দাম ২০ লিটার,  আর এফ এল গিজার এর দাম ৫০ লিটার এবং আর এফ এল গিজার এর দাম ৬৭ লিটার এর দাম কত তা পর্যায়ক্রমে দেওয়া হয়েছে।





আর এফ এল গিজার এর দাম ৪৫ লিটার

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ -এ আর এফ এল গিজার এর দাম ৪৫ লিটার মডেল ভেদে কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এবং এই শীতে কোন মডেলের গিজার কিনলে কত টাকা সেভ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫



আর এফ এল গিজার মডেল ইলেকট্রিক গিজার গ্ল্যাজ ৪৫ লিটার —

আরএফএল ইলেকট্রিক গিজার গ্ল্যাজ ৪৫ লিটার  15% ডিসকাউন্টে ১,২৩০ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্ল্যাজ ৪৫ লিটারের বর্তমান দাম : ৬,৯৭০ টাকা

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্ল্যাজ ৪৫ লিটারের পূর্বের দাম : ৮,২০০ টাকা।



‣ আর এফ এল ব্রান্ডের ইলেকট্রিক গিজার গ্ল্যাজ মডেলের গিজারটির পানি ধারণক্ষমতা ৪৫ লিটার। 


‣ গিজার এর পাওয়ার ২০০০W ওয়াট এবং ভোট ২২০V, হিটার ৯৯.৯৯% খাঁটি কপার টিউব দ্বারা তৈরি। গিজারের ট্যাংকের ভিতর সাইট ২ মিমি পুরু ভারী-শুল্ক। 


‣ এটি দ্বারা ৭ বার পানি উত্তোলন করা যাবে এবং গিজারটির বডি উচ্চমানের প্লাস্টিক দিয়ে তৈরি ফলে এটি তো কোন প্রকার মরিচা ধরবে না এবং টেকসই।আর এফ এল ইলেকট্রিক গিজার গ্ল্যাজ ৪৫ লিটার এ রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি।


‣ আর এফ এল গিজার গ্ল্যাজ ৪৫ লিটার পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় এবং বিদ্যুৎ খরচও কম। 

‣ আর এফ এল গিজার গ্ল্যাজ ৪৫ লিটার গিজারটি বিদ্যুৎ বিল বাঁচাতে হিটারটি 70° তাপের পরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এটি রান্নাঘর, বেসিন এবং বাথরুমে ব্যবহারযোগ্য।



আর এফ এল গিজার এর দাম মডেল গিজার গ্লসি ৪৫ লিটার — 

‣ আরএফএল ইলেকট্রিক গিজার গ্লসি 45 লিটার  15% ডিসকাউন্টে ১,২৫০ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [ পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]


‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লসি ৪৫ লিটারের বর্তমান দাম : ৭,৬৫০ টাকা

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লসি ৪৫ লিটারের পূর্বের দাম : ৯,০০০ টাকা।


‣ আর এফ এল ব্রান্ডের ৪৫ লিটারের গিজার, মডেল গিজার গ্লসি ট্যাঙ্ক সিস্টেম।

গিজারের পাওয়ার ২০০০W এবং ভোল্টেজ ১৮০-২২০V. আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লসি মডেলটি তৈরি হয়েছে ইতালিতে।


‣ 15 মিনিটে পানি গরম হয়।  

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়। 

‣ 1.5 কিলোওয়াট, প্রতি ঘন্টায় 45 লিটার গরম পানি উৎপাদন করে।

‣ ওয়ারেন্টি : 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।




আরএফএল ইলেকট্রিক গিজার গ্লোরি মডেলের ৪৫ লিটারের দাম — 

‣ আরএফএল ইলেকট্রিক গিজার গ্লোরি ৪৫ লিটার  15% ডিসকাউন্টে ১,৪২৫ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [ পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লোরি ৪৫ লিটারের বর্তমান দাম : ৮,০৭৫ টাকা

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লোরি ৪৫ লিটারের পূর্বের দাম : ৯,৫০০ টাকা।


‣ 15 মিনিটে পানি গরম হয়। 

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়। 5 স্টার এনার্জি সেভিং।

‣ 1.5 কিলোওয়াট, প্রতি ঘন্টায় 45 লিটার গরম পানি উৎপাদন করে।

‣ ওয়ারেন্টি : 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ -এ আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার মডেল ভেদে কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে এবং এই শীতে কোন মডেলের গিজার কিনলে কত টাকা সেভ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫



আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার মডেল আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লসি — 

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার গ্লসি ৩০ লিটারের বর্তমান দাম : ৮,১০০ টাকা

‣ 15 মিনিটে পানি গরম হয়। 

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়।

‣ 1.5 কিলোওয়াট, প্রতি ঘন্টায় 45 লিটার গরম পানি উৎপাদন করে।

‣ ওয়ারেন্টি : 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার মডেল আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৩০ লিটার ভার্টিক্যাল টিজি — 

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৩০ লিটার ভার্টিক্যাল টিজি 16% ডিসকাউন্টে ২,১২৮ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [ পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৩০ লিটারের বর্তমান দাম : ১১,১৭২ টাকা

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৩০ লিটারের পূর্বের দাম : ১৩,৩০০ টাকা।

‣ থার্মো মিটার ডিসপ্লে আছে।

‣ ট্রিপল নিরাপত্তা সুরক্ষা আছে।

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়।

‣ ওয়ারেন্টি : 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার মডেল গিজার রোল্যান্ড 30 লিটার ডিজিটাল টিজি — 

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রোল্যান্ড 30 লিটার ডিজিটাল টিজি 16% ডিসকাউন্টে ২,২৮৮ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [ পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রোল্যান্ড ৩০ লিটারের বর্তমান দাম : ১২,০১২ টাকা

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রোল্যান্ড ৩০ লিটারের পূর্বের দাম : ১৪,৩০০ টাকা।

‣ স্মার্ট ডিজিটাল LED ডিসপ্লে রয়েছে।

‣ ট্রিপল নিরাপত্তা সুরক্ষা আছে।

‣ ওয়ারেন্টি : 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ২০ লিটার

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ -এ আর এফ এল গিজার এর দাম ২০ লিটার মডেল ভেদে কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। কিচেন সিঙ্কের উপরে বা নিচে ব্যবহারযোগ্য আরএফএল গিজার এর ২০ লিটার দাম নিচে দেওয়া হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫



আরএফএল গিজার এর দাম ২০ লিটার মডেল গিজার গ্লিটার  — 

‣ আরএফএল গিজার গ্লিটার 20 লিটারের বর্তমান দাম : ৯,৪৫০ টাকা

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়।

‣ কিচেন সিঙ্কের উপরে ও নিচে ব্যবহার যোগ্য।

‣ ওয়ারেন্টি : 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ৫০ লিটার

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ -এ আর এফ এল গিজার এর দাম ৫০ লিটার মডেল ভেদে কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। আরএফএল গিজার এর ৫০ লিটার দাম নিচে দেওয়া হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫


আরএফএল গিজার এর দাম ৫০ লিটার মডেল  গিজার রয়্যাল — 

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৫০ লিটার ভার্টিক্যাল টিজি  15% ডিসকাউন্টে ২,১২২ টাকা মূল্য ছাড়ে পাচ্ছেন। [ পরবর্তীতে দাম পরিবর্তিত হতে পারে]

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৫০ লিটারের বর্তমান দাম : ১২,৫৩৭ টাকা

‣ আরএফএল ইলেকট্রিক গিজার রয়্যাল ৫০ লিটারের পূর্বের দাম : ১৪,৭৫০ টাকা।

‣ থার্মো মিটার ডিসপ্লে আছে।

 PUF ইন্সুলেশন।

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়।

‣ ওয়ারেন্টি : 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।



আর এফ এল গিজার এর দাম ৬৭ লিটার

আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ -এ আর এফ এল গিজার এর দাম ৬৭ লিটার মডেল ভেদে কত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।আরএফএল গিজার এর ৬৭ লিটার দাম নিচে দেওয়া হয়েছে।



আর এফ এল গিজার এর দাম কত ২০২৫



এ আর এফ এল ইলেকট্রিক গিজার ৬৭ লিটার এর দাম — 

‣ আর এফ এল ইলেকট্রিক গিজার 67 লিটারের বর্তমান দাম : ৯,৩০০ টাকা

‣ 15 মিনিটে পানি গরম হয়। 

‣ পানি গরম হওয়ার পরে অটো স্টপ হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচও কম হয়।

‣ 1.5 কিলোওয়াট, প্রতি ঘন্টায় 45 লিটার গরম পানি উৎপাদন করে।

‣ ওয়ারেন্টি : 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।



আপনারা যারা আর এফ এল গিজার এর দাম কত ২০২৫ জানার জন্য আর্টিকেলটি পড়েছেন তারা এতক্ষণে আরএফএল গিজারের দাম কত ২০২৫ লিটার ভেদে আর এফ এল গিজার এর দাম ৪৫ লিটার, আর এফ এল গিজার এর দাম ৩০ লিটার, আর এফ এল গিজার এর দাম ২০ লিটার,  আর এফ এল গিজার এর দাম ৫০ লিটার এবং আর এফ এল গিজার এর দাম ৬৭ লিটার জানতে পেরেছেন।

Post a Comment

0 Comments